Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সন্ত্রাসের মূল কারণ :রুহানি

অনলাইন ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হচ্ছে মধ্যপ্রাচ্যে সন্ত্রাসের মূল কারণ। ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট রুহানি এ কথা বলেন।

বৃহস্পতিবার রাজধানী তেহরান থেকে রাশিয়ার উপকূলীয় সোচি শহরে একটি বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন। তিনি বলেন, এ ধরনের সন্ত্রাসী হামলা মহান ইরানি জনগণের দৃঢ় মনোবলের ওপর কোনো প্রভাব ফেলতে পারবে না বরং তারা যে পথ বেছে নিয়েছে সে পথে চলা অব্যাহত রাখবে।

প্রেসিডেন্ট রুহানি বলেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সন্ত্রাসের মূল কারিগর এবং এ অঞ্চলের কয়েকটি তেলসমৃদ্ধ দেশ সন্ত্রাসীদের অর্থ যোগান দেয়। তিনি আঞ্চলিক ও প্রতিবেশী দেশগুলো নিজেদের দায়িত্ব পালন এবং প্রতিবেশীদের ওপর সন্ত্রাসী হামলার জন্য নিজেদের ভূমি ব্যবহার ঠেকানোর আহ্বান জানান।

Exit mobile version