
রাজবাড়ী প্রতিনিধি : করোনাভাইরাস সন্দেহে রাজবাড়ী থেকে ঢাকায় নমুনা পাঠানো ১২ ব্যক্তির করোনা রিপোর্ট নেগেটিভ হয়েছে বলে জানিয়েছেন রাজবাড়ী সিভিল সার্জন।
সোমবার সন্ধ্যায়, ঢাকায় পাঠানো ১২ ব্যক্তির রিপোর্ট নেগেটিভ এসেছে বলে তিনি নিশ্চিত করেন।
রাজবাড়ীর সিভিল সাজর্ন ডা. মো. নুরুল ইসলাম বলেন, ২৮ জনের মধ্যে পাঁচজনের শরীরে করেনাভাইরাজ পজেটিভ হবার পর নতুন করে রাজবাড়ী থেকে ১২ জন ব্যক্তির করোনাভাইরাস সন্দেহ হলে নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছিলো। সোমবার সন্ধ্যায় ঢাকায় আইইডিসিআর থেকে যে ফলাফল এসেছে সেখানে কারো শরীরে করোনাভাইরাসের উপসর্গ পাওয়া যায়নি। আগামীকাল ঢাকা থেকে আরো কয়েকজনের রিপোর্ট আসবে বলে জানান সিভিল সার্জন।
রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, গত শনিবার সর্বশেষ ২৮জনের নমুনা সংগ্রহের পর পাঁচ ব্যক্তির শরীরে করোনাভাইরাস পজেটিভ হবার কারণে সমগ্র রাজবাড়ী জেলা লাকডাউন ঘোষণা করা হয়। পরবর্তীতে যে ১২ জনের নমুনা পাঠানো হয় তার মধ্য থেকে কারো শরীরে করোনার ভাইরাস ধরা পড়েনি। যেটা আমাদের জন্য স্বস্তিদায়ক তবে লকডাউন থাকবে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.