অনলাইন ডেস্ক: অদ্ভূত এক প্রাণীর ছবি ঘিরে শোরগোল। রহস্যময় এই প্রাণীদের সন্ধান মিলেছে নিউ জিল্যান্ডের অকল্যান্ডের একটি বাড়ির অন্দরে। পৃথিবীর চেনা কোনও প্রাণীর সঙ্গে এর চেহারার মিল না থাকায় ইন্টারনেটে ছড়িয়েছে চাঞ্চল্য।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ছোট্ট এই প্রাণীদের ‘ভিনগ্রহী ইঁদুরছানা’ বলে ডাকা হচ্ছে। টিম ক্লার্ক নামের এক মহিলা তাদের বাড়ির রান্নাঘরে দেখতে পান ওই প্রাণীদের। বেশ কয়েকটি ক্ষুদে প্রাণী সেখানে থাকলেও একটি বাদে বাকিগুলো মৃত।
এই রহস্যময় প্রাণীগুলো আসলে কী? কেউ একে পা ছেঁড়া মথ জাতীয় পোকা বলেছেন। কারও মতে এটা ক্ষুদে ইঁদুরছানার বিকৃত শরীর। কারও ধারণা, বাদুড়ের ছোট সংস্করণ। কিন্তু যে যাই বলুক, কেউই নিশ্চিত করে বলতে পারেনি এটি কোন প্রাণী। ‘দ্য বায়ো সিকিউরিটি নিউ জিল্যান্ড এনটোমোলজি’জানিয়েছে, হয়তো বিড়াল জাতীয় কোনও প্রাণী ইঁদুরের ছানাগুলোকে অর্ধেক খেয়ে ফেলেছে। কোনও কোনও বিশেষজ্ঞ ইঁদুরের মতো চেহারা বিশিষ্ট কোনও প্রাণীর লার্ভা বলেও মনে করছেন।
কিন্তু যে যাই বলুক, কেউই নিশ্চিত হতে পারেননি। তাই কৌতূহল বাড়ছে ওই রহস্যময় প্রাণীকে ঘিরে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.