ইসলামী ডেস্ক : দীর্ঘ জীবনের পরিবর্তনগুলো লক্ষ করো
ইরশাদ হয়েছে, ‘আমি যাকে দীর্ঘ জীবন দান করি প্রকৃতিগতভাবে তার অবনতি ঘটাই। তবু কি তারা বোঝে না?’
(সুরা : ইয়াসিন, আয়াত : ৬৮)
কোরআন কোনো কাব্য নয়
ইরশাদ হয়েছে, ‘আমি রাসুলকে কাব্য রচনা করতে শেখাইনি এবং এটি তাঁর জন্য শোভন নয়। এটা শুধু এক উপদেশ এবং সুস্পষ্ট কোরআন।’ (সুরা : ইয়াসিন, আয়াত : ৬৯)
চতুষ্পদ জীবকে আল্লাহই মানুষের বশীভূত করেছেন
ইরশাদ হয়েছে, ‘আমি এগুলোকে (চতুষ্পদ জীব) তাদের বশীভূত করে দিয়েছি। এগুলোর কিছু তাদের বাহন আর তাদের কিছু থেকে তারা আহার করে।’ (সুরা : ইয়াসিন, আয়াত : ৭২)
পাপীদের কথায় ব্যথিত হইয়ো না
ইরশাদ হয়েছে, ‘অতএব তাদের কথা যেন আপনাকে দুঃখ না দেয়। আমি তো জানি যা তারা গোপন করে এবং যা তারা ব্যক্ত করে।’ (সুরা : ইয়াসিন, আয়াত : ৭৬)
নিজের অস্তিত্বের কথা ভুলে যেয়ো না
ইরশাদ হয়েছে, ‘মানুষ কি দেখে না আমি তাকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে? অথচ পরে সে হয়ে পড়ে প্রকাশ্য বিতণ্ডাকারী।’
(সুরা : ইয়াসিন, আয়াত : ৭৭)