এবিএস রনি, যশোর প্রতিনিধি : যশোর সদর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ১২নং ফতেপুর ইউনিয়নের কর্মহীন অসহায় মানুষদেরকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। সোমবার গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে দু’শ পরিবারকে খাদ্যসামগ্রী পৌঁছে দেন নেতৃবৃন্দ। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, লবণ, আলু। এছাড়া মঙ্গলবার সকালে অর্ধশতাধিক পরিবারের মাঝে আটাও বিতরণ করেন তারা।
নেতৃবৃন্দ জানান. করোনার প্রাদুর্ভাব রোধে দেশে সাধারণ ছুটি চলছে। ফলে কর্মহীন হয়ে পড়েছে দেশের জনগণ। দূর্যোগ মোকাবেলায় সরকারি সহায়তার পাশাপাশি ছাত্রলীগের নেতাকর্মীরাও যার যার অবস্থান থেকে সহায়তা করছে। এরই প্রেক্ষিতে সদর উপজেলা ছাত্রলীগও দিন এনে দিন খাওয়া কর্মহীন ও অসহায় মানুষের সহায়তায় পাশে আছে। খাদ্য সহায়তার পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে সকলকে সচেতন করতেও কাজ করছেন তারা। সদর উপজেলা ছাত্রলীগ কর্মহীন ও অসহায় মানুষের সহায়তায় সবসময় পাশে থাকবে।
এর আগে গেল ৫ এপ্রিল ৫০ টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ। এছাড়া সামাজিক দুরত্ব নিশ্চিতে বিভিন্ন দোকানের সামনে গোল বৃত্তের পাশাপাশি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারও বিতরণ করেন তারা।
সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এস এম জাবেদ উদ্দীনের নেতৃত্বে ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ও সদর উপজেলা ছাত্রলীগের সদস্য রাজু রানা, ছাত্রনেতা সাব্বির, এস আই বাপ্পী, শেখ নাসির, রাকিবুল হাসান রাব্বি, রমজান, মিরাজ, ফারুকসহ সদর উপজেলা ও ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন।