Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

নিহত ৫ যুক্তরাষ্ট্রের ইলিনয়সে বন্দুক হামলায়

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইলিনয়স অঙ্গরাজ্যে বন্দুক হামলায় ৫ জন নিহত হয়েছে। সেখানে একটি ইন্ডিাস্ট্রিয়াল পার্কে এক বন্দুকধারীর হঠাৎ আক্রমণের ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারী নিজেও নিহত হয়েছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। বিবিসি, এনডিটিভি

গত শুক্রবার শিকাগো শহরের কাছেই অরোরায় হেনরি প্রাট কোম্পানিতে বন্দুক হামলার ঘটনাটি ঘটে। এতে অন্তত ৫ জন পুলিশও আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ প্রধান ক্রিশ্চেন জিমান।

তিনি বলেন, হামলাকারী ৪৫ বছর বয়সী গ্যারি মার্টিন একই কোম্পানিতে কাজ করতেন। ঘটনাটি এমন সময় ঘটলো যখন মাত্র একদিন আগেই ফ্লোরিডার একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় ১৭ জন মৃত্যুর ঘটনায় বার্ষিকী পালন করা হয়েছে।

অরোরার হামলার ঘটনায় স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে প্রথম খবর পায় পুলিশ। পড়ে দ্রুত সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়া হয় এবং ৫ জনকে মৃত পাওয়া যায়। পরে আহত পুলিশ কর্মকর্তাদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে বলে জিমান জানান।

Exit mobile version