অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে দ্রুত গতিতে বেড়ে চলেছে করোনা আক্রান্ত আর মৃতের সংখ্যা। ব্যাপক এই সংক্রমণ ঠেকাতে প্রয়োজন দ্রুততম সময়ে বিপুল মাত্রায় করোনা টেস্ট আর আক্রান্তদের আলাদা করা। এরই অংশ হিসেবে ইতোমধ্যে ৩০ লাখেরও বেশি মানুষের করোনা টেস্ট করেছে আমেরিকা।
বৃহস্পতিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানায়।
করোনা পরিস্থিতি নিয়ে হোয়াইট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাইক পেন্স জানান, এরই মাঝে সারা যুক্তরাষ্ট্রে ৩০ লাখেরও বেশি মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে।
‘প্রাপ্ত তথ্য অনুসারে, আমরা সারা দেশে ইতোমধ্যেই ৩২ লাখ ৪ হাজার মানুষের করোনা পরীক্ষার কাজ সম্পন্ন করেছি। এর মাঝে ৬ লাখ ১৯ হাজার মানুষের করোনা পজিটিভ এসেছে।’
দুঃখজনক হলেও সত্য, আক্রান্তদের মধ্যে ২৭ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। অন্যদিকে ৪৫ হাজারের বেশি মানুষ এরই মাঝে সুস্থ হয়ে উঠেছেন বলে জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.