অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাস তাণ্ডব চালাচ্ছে এশিয়ার দেশ ভারতেও। এরই মধ্যে দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছে ২৩ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৭ জন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত ভারতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৩৮৭।
এদিকে, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪৩৭ জন। এখন পর্যন্ত ১ হাজার ৭৭৭ জন চিকিৎসা নিয়ে প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছে।
অপরদিকে, বিশেষজ্ঞরা বলছেন, মে মাসের প্রথম সপ্তাহে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা হবে অনেক বেশি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, মে মাসের পরেই করোনার প্রকোপ ধীরে ধীরে কমতে শুরু করবে। ইতোমধ্যেই চীন থেকে সাড়ে ৬ লাখ করোনা পরীক্ষার কিট এসে পৌঁছেছে ভারতে।