অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের গ্রাউন্ড জিরো উহানে আরও অনেক বেশি মানুষের মৃত্যু হয়েছে এই ভাইরাসের হামলায়। শুক্রবার এ কথা স্বীকার করে নিল চীন প্রশাসন। এর ফলে চীনের বিরুদ্ধে স্বচ্ছতার অভাবের অভিযোগ নিয়ে আরও সোচ্চার হল পশ্চিমা দুনিয়া।
চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনায় অনেক মৃত্যুর ঘটনাই প্রথমদিকে নথিভুক্ত হয়নি। এই ভাইরাসের বিষাক্ত ছোবলে উহানে বাড়িতেও মৃত্যু হয়েছে অনেকের। সেই বিষয়টিও স্বাস্থ্যকর্মীরা প্রথমদিকে বুঝতে পারেননি বলে দাবি করেছে চীন।
উহানে করোনায় মৃতের তালিকায় এক ধাক্কায় ১২৯০টি মৃতের সংখ্যা বাড়ানো হল, যা এতদিন পর্যন্ত উহানে করোনায় মৃতের সংখ্যার অন্তত ৫০ শতাংশ বেশি। এর ফলে উহানে করোনায় মোট মৃত্যু হল ৩ হাজার ৮৬৯ জনের।
উহানে মৃতের সংখ্যা বাড়ায় গোটা চীনে মৃতের সংখ্যা ৩৯ শতাংশ বৃদ্ধি পেল। চীনে করোনায় মৃতের বর্ধিত সংখ্যা হল ৪ হাজার ৬৩২। আমেরিকাসহ পশ্চিমা দুনিয়ার অনেক দেশই চীনের বিরুদ্ধে তথ্য গোপনে অভিযোগ তুলেছে। এমনকি করোনাভাইরাস আসলে উহানের পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি বলেও অভিযোগ উঠেছে। সূত্র: দ্য মাগাজিন, স্কাই নিউজ ও দ্য গার্ডিয়ান।