
নিজস্ব প্রতিবেদক : বেনাপোলে ২১ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ খোকন হোসেন (৩৮) ও শাহ বক্স মোড়ল (৪২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক খোকন ঝিকরগাছার মৃত আব্দুল সাত্তারের ছেলে এবং শাহ বক্স মোড়ল খুলনার মৃত ওসমান গনির ছেলে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বারোপোতা কেষ্টপুর গ্রাম থেকে ২১ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এই দুই মাদক বহনকারীকে গ্রেফতার করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান উদ্ধার মাদকসহ দুই মাদক বহনকারী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামীকাল যশোর বিজ্ঞ আদালতে মাদকসহ আসামীদের সোপর্দ করা হবে।