Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

করোনায় ফরিদপুরে আরও দুইজন আক্রান্ত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলায় আরও দুইজনের শরীরে করোনার পজিটিভ রিপোর্ট এসেছে। এদের মধ্যে একজনের বাড়ি নগরকান্দা উপজেলায় ডাঙ্গী ইউনিয়নে এবং অন্যজনের বাড়ি বোয়ালমারী উপজেলায়। এ নিয়ে ফরিদপুর জেলায় চারজনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেল।

শুক্রবার রাত ১০টায় সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। বোয়ালমারী উপজেলার চন্দনী গ্রামের যিনি আক্রান্ত হয়েছেন তার নাম শাহাবুদ্দিন (৪৭)। তার নমুনা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। আর নগরকান্দায় আক্রান্ত ব্যক্তির নাম জেসমিন আক্তার বুলু (৩২)। তার নমুনা নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সংগ্রহ করা হয়েছিল।

এর আগে নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নে যে দুইজন আক্রান্ত হন তাদের একজনের স্বজন জেসমিন আক্তার বুলু।

Exit mobile version