চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলার দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত আছে। গত ২৯ মার্চ থেকে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি শুরু হয়।
খাদ্যসামগ্রীর প্যাকেটে থাকছে চাল, ডাল, আলু, তেলসহ অতি প্রয়োজনীয় আরো কিছু খাদ্যদ্রব্য। প্রতিদিন কমপক্ষে ১০০ থেকে ২৫০ পরিবারকে এ খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে।
হতদরিদ্ররা পুলিশের একটি তথ্যফরম পূরণ করে পুলিশ সুপার কার্যালয়ে জমা দিলে রাতে পৌছে যাচ্ছে খাদ্যসামগ্রীর প্যাকেট। চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম খাদ্যসামগ্রী বিতরণে নেতৃত্ব দিচ্ছেন।