খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি : লকডাউন অমান্য করে দোকান খোলা ও পণ্যবাহী গাড়িতে মিথ্যা তথ্য দিয়ে পণ্য বহন করার অপরাধে কুষ্টিয়ার খোকসা উপজেলার দুই ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে রোগ সংক্রামক আইন ও ২ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে পৌরসভার জানিপুর বাজারে আল নবী হার্ডওয়ার এর স্বত্বাধিকারী গোলাম ছরোয়ার কে ৫ হাজার টাকা ও উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের জয়ন্তীহাজরা বাজারে কুষ্টিয়া খাজানগর থেকে আগত সিরাজ ইসলামের ছেলে রাসেল রানা কে ৫ শত টাকা ও জয়ন্তীহাজরা ইউনিয়নের সিরাজুল ইসলাম খানের ছেলে শহিদুল ইসলাম খানের নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
খোকসা থানার এসআই তুহিন খানের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী জেরীন কান্তা এ অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের কর্মকর্তা, বাজার কমিটির সদস্য ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।