ইকরামুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি : শার্শা উপজেলায় কর্মরত সাংবাদিকদের মহামারি করোনা ভাইরাস থেকে কর্মক্ষেত্রে নিজেদের রক্ষার জন্য ১শ’ পিচ পিপিই প্রদান করলেন সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
শনিবার সকাল ১১টায় দ্বিতীয় ধাপে পিপিই গুলো সংসদ সদস্যের পক্ষে সাংবাদিকদের হাতে তুলেদেন তার একান্ত সহকারী আসাদুজ্জামান আসাদ।
এর আগে ৬০টি পিপিই সাংবাদিকের মাঝে প্রদান করেন এবং আজ দ্বিতীয় ধাপে ৪০টি পিপিই প্রদান করেন। পিপিই গুলো করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য কর্মক্ষেত্রে সাংবাদিকদের সাহায্য করবে।
এসময় উপস্থিত ছিলেন, শার্শা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, ক্রীয়া ও সংস্কৃতিক সম্পাদক সেলিম রেজা ও এসএ টেলিভিশনের বেনাপোল প্রতিনিধি শেখ নাসির উদ্দিন।