Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

চুয়াডাঙ্গায় ২ দিনে ৩৪ জনকে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি : ঘরে থাকার সরকারি নির্দেশনা কিছুতেই মানছে না চুয়াডাঙ্গার মানুষ। হাট-বাজার, রাস্তাঘাটে মানুষের ভিড় থাকছে সারাদিন। এদিকে এ অবস্থা সামাল দিতে জেলা প্রশাসন প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। বিনা কারণে বাইরে আসায় জরিমানাও করা হচ্ছে। গত দুই দিনে সরকারি নির্দেশ অমান্য করায় ৩৪ জনকে ২১ হাজার ১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বেলা ১টা পর্যন্ত জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত তিন জনকে ৫ হাজার ৮০০ টাকা জরিমানা করে। এর আগের দিন ৩১ জনকে জরিমানা করা হয় ১৫ হাজার ৩০০ টাকা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন জানান, প্রতিদিনই চলছে ভ্রাম্যমাণ আদালত। সরকারি নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিনা কারণে কেউ বাইরে এলে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হচ্ছে।

Exit mobile version