Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

করোনা সংকটে মানুষের দুয়ারে খাবার পৌঁছে দিচ্ছেন ঢাবি ছাত্রলীগ নেতা রাজিব

অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রার্দুভাব থেকে বাংলাদেশও বাদ যায়নি। ভাইরাসটি প্রতিরোধে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা ছাত্রলীগ নেতা রাজিব আহমেদ। তিনি নিজ এলাকায় সচেতনামূলক লিফলেট বিতরণ, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণের পাশাপাশি অসহায় ও দুস্থদের দুয়ারে দুয়ারে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন। এপর্যন্ত প্রায় শতাধিক পরিবারকে সহায়তা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রাজিব আহমেদের বাড়ি কুষ্টিয়ার কুমারখালি উপজেলার চাদপুর ইউনিয়নের কুশলীবাসা গ্রামে। জানা যায়, তার দাদা, নানা এবং বড় চাচা মহান মুক্তিযুদ্ধে শহীদ হন। রাজীব আহমেদ এর পিতা সাজেদার রহমান শুরু থেকেই আওয়ামী রাজনীতির সাথে সক্রিয়। তিনি তাদের ওয়ার্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা। পড়াশোনার পাশাপাশি রাজিব বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। তিনি ঢাবির বিজয় একাত্তর হলের সাংগঠনিক সম্পাদক।

Exit mobile version