জামালপুর প্রতিনিধি : জামালপুরে এক চিকিৎসকসহ নতুন করে আরও ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ জনে। শনিবার সন্ধ্যায় ওই ৩ জনের রিপোর্ট পায় স্বাস্থ্য বিভাগ।
জামালপুরের সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. মাহবুবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জামালপুরের মাদারগঞ্জে ২ জন এবং ইসলামপুরে ১ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ এসেছে। এই নিয়ে এখন পর্যন্ত সদর উপজেলায় ৩, মাদারগঞ্জে ৭, মেলান্দহে ৩, ইসলামপুরে ৫, দেওয়ানগঞ্জে ৩, বকশীগঞ্জে ২, সরিষাবাড়িতে ১ জনের করোনা শনাক্ত হলো। এদের মধ্যে ইসলামপুর উপজেলায় ২ নারীর মৃত্যুর পর তাদের নমুনা পরীক্ষা করে করোনা সংক্রামণের বিষয়টি জানা যায়।
শনিবার নতুন করে আক্রান্তরা হলেন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক এবং মাদারগঞ্জ উপজেলার বালিজুড়িতে একটি ডায়গনস্টিক সেন্টারে কর্মরত তেঘরিয়া ইউনিয়নের ২৮ বছর বয়সী এক নারী এবং একই উপজেলার ভেলামারী গ্রামের নারায়নগঞ্জফেরত এক ব্যক্তি। জেলায় এ নিয়ে চিকিৎসকসহ মোট ৯ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।