করোনাভাইরাস : ভারতের গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৯১, মৃতের সংখ্যা বেড়ে ৪৮০

অনলাইন ডেস্ক : ভারতে লকডাউনের মেয়াদ বেড়েছে। এরই মধ্যে প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও ৯৯১ জনের করোনা সংক্রমণের খবর মিলেছে। ফলে সারা দেশে এখন আক্রান্তের সংখ্যা এখন বেড়ে হয়েছে ১৪ হাজার ৩৩৮ জন। ১ দিনে মৃতের সংখ্যা ৪৩ জন বেড়ে দাঁড়িয়েছে ৪৮০ জনে।

শুধুমাত্র মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ২০১ জন। আক্রান্তের সংখ্যাও সবচেয়ে বেশি এই রাষ্ট্রে। মোট ৩ হাজার ৩২৩ জন আক্রান্ত ওই রাজ্যে। এর ঠিক পরেই রয়েছে দিল্লি। সেখানে এক হাজার ৭০৭ জন আক্রান্ত। এ ছাড়াও, হাজারের বেশি আক্রান্ত হয়েছেন তামিলনাড়ু (১৩২৩), মধ্যপ্রদেশ (১৩১০), রাজস্থান (১২২৯) ও গুজরাটে (১০৯৯)। ৭৬৬ জন আক্রান্ত তেলঙ্গনায়। অন্ধ্রপ্রদেশে আক্রান্তের সংখ্যা হয়েছে ৫৭২।

পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত করোনা ধরা পড়েছে ২৮৭ জনের। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩২ জন বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *