পাবনা প্রতিনিধি : পাবনায় চাটমোহরে আরও একজন করোনা রুগী শনাক্ত হয়েছে। এ নিয়ে পাবনায় দুই জন করোনা পজেটিভ রুগী পাওয়া গেছে। সে উপজেলার বামনগ্রামের আগের রুগীর বাবা। আক্রান্ত ব্যক্তির ছেলে এক সপ্তাহ আগে নারায়ণগঞ্জ থেকে বাড়ি এসেছেন। ছেলের সংষ্পর্শে থাকায় তারা বাবা ও ছেলে দুইজন আক্রান্ত হয়েছেন বলে পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান জানান, চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বামনগ্রামে আক্রান্ত যুবক গত ৫ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে পাবনায় আসেন করোনার লক্ষণ নিয়ে অসুস্থ হয়ে পড়লে তার নমুনা সংগ্রহ করে গত ১৪ এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাপ্ত রিপোর্টে তার নমুনায় করোনা পজিটিভ পাওয়া য়ায়। পরে স্বাস্থ্য বিভাগের টিম আক্রান্ত যুবকের বাড়িতে গিয়ে তাকে শুক্রবার ঢাকার একটি হাসপাতালে প্রেরণ করে এবং ওই রোগীর সংষ্পর্শে আসা আরও ১০-১২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্যে রাজশাহী পাঠানো হয়। পরে শনিবার রাতে প্রাপ্ত রিপোর্টে তার বাবার করোনা পজেটিভ পাওয়া যায়। তার শারীরিক অবস্থা দেখে পরবর্তী ব্যাবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
এদিকে, এই ঘটনার পর উপজেলা প্রশাসন ও পুলিশের টিম গিয়ে প্রথমে গ্রাম ও পরে পুরো উপজেলা লকডাউন ঘোষণা করেছে।