অনলাইন ডেস্ক : তথ্য সংগ্রহ বা জরুরি সেবার নামে কেউ বাড়িতে এলে ৯৯৯ অথবা নিকটস্থ থানায় ফোন করে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
শনিবার পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা দেশ্যবাসীর প্রতি এ অনুরোধ জানান।
তিনি বলেন, ইদানীং লক্ষ্য করা যাচ্ছে, করোনা রোগীর তথ্য সংগ্রহ ও জরুরি সেবার নামে কিছু দুষ্কৃতিকারী সাধারণ মানুষের বাড়িতে গিয়ে অপরাধ সংঘটিত করছে। ফলে এ পরিস্থিতিতে কোনো অবস্থাতেই আগন্তুকের পরিচয় অথবা কার্যক্রমের বৈধতা সম্পর্কে নিশ্চিত না হয়ে গৃহে প্রবেশ করতে দেওয়া যাবে না।
সন্দেহ হলে নিকটস্থ থানাকে অবহিত করতে অথবা ৯৯৯ নম্বরে ফোন করে আগন্তুকদের পরিচয় নিশ্চিত হওয়ার আহ্বান জানিয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ পুলিশ সব সময় দেশবাসীর পাশে রয়েছে। এ ধরনের দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।