রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি লকডাউন

অনলাইন ডেস্ক : রাজধানী মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির এক ভবনেই তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় গোটা সিটি লকডাউন ঘোষণা করা হয়েছে।

রবিবার একটি ১৬ তলা ভবনে করোনা রোগী শনাক্ত হলে লকডাউন ঘোষণা করা হয়। আক্রান্তদের মধ্যে একজন ওই ফ্ল্যাটের ৪৫ বছর বয়সী গৃহকর্ত্রী, তার গৃহকর্মী ও ড্রাইভার।
মোহাম্মদপুরে ইতোমধ্যে ৩৪ জন করোনা রোগী শনাক্ত হওয়ায় কয়েকটি এলাকায় লকডাউন করা হয়।

গণমাধ্যমকে এ বিষয়ে পুলিশের আদাবর থানা নিশ্চিত করেছে। তবে লকডাউনের বিষয়টি আইইডিসিআর ও সিটি করপোরেশন কাউন্সিলের নিয়ন্ত্রণে থাকায় এ বিষয়ে কেউ মুখ খোলেননি।

প্রসঙ্গত, প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে এখন পর্যন্ত দুই হাজার ৪৫৬ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৯১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৭৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *