দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে কর্মহীন, দরিদ্র, দিনমজুর, দুস্থ ও অস্বচ্ছলদের মাঝে ত্রাণ সহায়তা প্রদানের লক্ষে গঠিত করোনা সহায়তা তহবিলের ‘অর্থ সংগ্রহ কমিটি’-এর প্রতিনিধিগণ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুনের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলী, দৌলতপুর কৃষি কর্মকর্তা এ কে এম কামরুজ্জামান, দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান ও দৌলতপুর প্রাথমিক শিক্ষা অফিসার মো. মুনতাকিমুর রহমান।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন, দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি এ্যাড. এমজি মাহমুদ মন্টু, দৌলতপুর রিপোটার্স ক্লাবের সভাপতি মানজারুল ইসলাম খোকন ও সেলিম রেজা।