Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

মাদারীপুরে নতুন করে এক যুবকের করোনা শনাক্ত

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ বছর বয়সের এক যুবকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত যুবকের বাড়ি রাজৈর উপজেলার কোদালিয়া বাজিতপুর গ্রামে। গত ২৪ ঘণ্টায় ১৮১ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ১৬০৫ জনকে। হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে ১ হাজার ৪২৪ জনের।

জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৬ জন। যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন। বর্তমানে হাসপাতালের আইসোলেশনে আছে ৯ জন ও বাসায় আইসোলেশনে আছেন শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক ও তার সন্তান। আর একজন মারা গেছে। এসব তথ্য নিশ্চিত করেছেন মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়।
রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মন্ডল বলেন, রাজৈর উপজেলার কোদালিয়া বাজিতপুর গ্রামের এক যুবকের করোনা সনাক্ত হয়েছে। তাকে আইসোলেশনে রাখা হয়েছে।

এদিকে পুরো জেলা লকডাউন থাকায় রাস্তায় মানুষের চলাচল খুবই কম। ছোট যানবাহনও কম চলে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের হতে দেখা যায় না। নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া সব দোকান বন্ধ রয়েছে। জেলার হাট বাজারগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে।

Exit mobile version