ত্রাণ বিতরণে কোনো অনিয়ম সহ্য করা হবে না : দুদক চেয়ারম্যান

অনলাইন ডেস্ক : ত্রাণ বিতরণসহ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে কোনো প্রকার অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বুধবার কমিশনের গোয়েন্দা শাখা থেকে সরকারি ত্রাণ সরবরাহে অনিয়মের অভিযানের সর্বশেষ অগ্রগতি অবহিত করা হলে তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে কোনো প্রকার অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না। এ পর্যন্ত যেসব মামলা করা হয়েছে, সেগুলোর দ্রুত তদন্ত শেষ করতে হবে। দুদকের গোয়েন্দা শাখা, সব সমন্বিত জেলা কার্যালয় এবং সব বিভাগীয় কার্যালয় ত্রাণ কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিবিড় দৃষ্টি রাখবে। যাকেই ত্রাণ আত্মসাতে সম্পৃক্ত পাওয়া যাবে, তাকেই আইন আমলে নিয়ে আসতে হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না। ত্রাণ আত্মসাৎকারীদের প্রচলিত আইনে শাস্তির ব্যবস্থা করা হবে। যাতে ভবিষ্যতে কেউ ত্রাণ আত্মসাতের সাহস না পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *