Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

করোনায় আক্রান্ত কুষ্টিয়া ভেড়ামারায় মেডিকেল অফিসার সহ আরো দুই

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রাকিব আল ইমরান সহ আরো দুইজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্ত আরেকজনের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীতে। যার বয়স ৮০ বছর। গত বুধবার কুষ্টিয়ার আড়ুয়াপাড়া ও কুমারখালীর গট্টিয়াতে আরো দুইজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন। আড়ুয়াপাড়াতে যার শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। তিনি একজন ব্যাংকার।

মাদারীপুরের শিবচরে তার পোষ্টিং ছিলো। তিনি সেখান থেকে করোনা আক্রান্ত হয়ে কুষ্টিয়ায় আসেন। তার পর উপসর্গ দেখা দিলে পরীক্ষার পরে করোনা নিশ্চিত করেন ডাক্তাররা। এরপর থেকে আড়ুয়াপাড়া বজলুর মোড় থেকে হরিবাসর মোড় পর্যন্ত লক ডাউন করে দেয় প্রশাসন। এদিকে কুমারখালীর গট্টিয়া গ্রামে যে বৃদ্ধর শরীরে করোনা পাওয়া গেছে। তিনি পেশায় একজন ঘটক। তার বয়স ৬০ বছরের ওপরে। এছাড়া খোকসার ওসমানপুর বাড়ি, যিনি ঢাকায় পুলিশের এএসআই হিসেবে কর্মরত ছিলেন। ঢাকায় কর্মরত অবস্থায় তিনি করোনা পজেটিভ হলে পালিয়ে কুষ্টিয়ায় চলে আসেন। তাকে বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে। সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল ইসলাম জানান, উপসর্গ ভেদে রোগী বাড়িতে এবং হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Exit mobile version