কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে নতুন করে আরও ছয়জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তের হওয়ার মধ্যে পাঁচজন নারী ও একজন পুরুষ।
শনাক্তরা সবাই গত ১২ এপ্রিল মেঘনা জেনারেল হাসপাতালে তাদের এক বান্ধবীর জন্মদিন পালন করেন। এর তিনদিন পরই বান্ধবীর করোনা পজিটিভ ধরা পরে। পরে হাসপাতালটি লকডাউন ঘোষণা করা হয়। জন্মদিনে অংশগ্রহণ করা ৩৮ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। রিপোর্টে ৩৮ জনের মধ্যে ছয়জনের পজিটিভ আসে। বাকিদের রিপোর্টে নেগেটিভ আসে।
বুধবার ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. বুলবুল আহম্মদ এই তথ্য জানিয়ে বলেন, আক্রান্তদের ইতিহাস খোঁজা হচ্ছে। এছাড়া জনসাধারণকে ঘরে থাকার অনুরোধ করা হয়েছে।