Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কভিড-১৯ ট্র্যাকার চালু করেছে আইসিটি

অনলাইন ডেস্ক : দেশ-বিদেশের করোনা সংক্রমণের হালনাগাদ তথ্য একনজরে জানার সুযোগ দিতে ‘কভিড-১৯ ট্র্যাকার’ চালু করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিজিটাল ট্র্যাকারটির উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক।

বাংলা গ্রাফচিত্র ও মানচিত্রভিত্তিক এই ট্র্যাকারটিতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের সর্বশেষ করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা জানার পাশাপাশি সুস্থ হওয়া ব্যক্তি বা মৃতের সংখ্যাও জানা যাবে। ট্র্যাকারটির ঠিকানা covid19tracker.gov.bd। কম্পিউটারের পাশাপাশি মোবাইল থেকেও ব্যবহার করা যাবে।

Exit mobile version