ভোলা প্রতিনিধি : দ্বীপ জেলা ভোলায় এই প্রথম করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত দুই জন রোগী শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টায় ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেছেন।
এদের মধ্যে একজন সাড়ে ৮ বছরের কন্যা শিশু। তার বাড়ি জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে। বৃহস্পতিবার রাত পর্যন্ত তার কোন লক্ষণ প্রকাশ পায়নি। শিশুটির ফুফু বোরহানউদ্দিন হাসপাতালের স্টাফ বলে জানা গেছে।
অপরজন বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ২২ বছরের এক যুবক। মনপুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডাক্তার মাহমুদুর রশিদ জানান, আক্রান্ত যুবকের কোন লক্ষণ প্রকাশ পায়নি। তিনি গত মঙ্গলবার ঢাকা থেকে এসেছেন। এই সংবাদ পেয়ে সন্দেহবশত তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল।
ওই কর্মকর্তা আরও জানান, মঙ্গলবার রাত থেকেই ওই যুবকের বাড়িতে লালপতাকা টানিয়ে লকডাউন করা হয়েছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.