নওগাঁয় এক সেবিকার করোনা পজেটিভ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রানীণগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সেবিকার শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। তার বয়স ২৫ বছর। তিনি নওগাঁ জেলায় প্রথম শনাক্ত করোনা রোগী। বৃহস্পতিবার রাত ৮টায় নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নওগাঁর সিভিল সার্জন আখতারুজ্জামান জানান, গত ২০ এপ্রিল ওই সেবিকার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত করোনা পরীক্ষাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় আইইডিসিআর করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে। তবে সেবিকা কিভাবে আক্রান্ত হলেন সেটি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
এদিকে আইইডিসিআরের রিপোর্ট পাওয়ার পর করোনা আক্রান্ত সেবিকার সংস্পর্শে আসা সহকর্মী, পরিবারের সদস্য ও অন্যান্য ব্যক্তিদের চিহ্নিত করে হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া সেবিকার আবাসস্থল লকডাউন করা হয়েছে।

প্রসঙ্গত, নওগাঁ জেলার ১১টি উপজেলা থেকে এ পর্যন্ত ৪০৫ জনের নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছিলো। এরমধ্যে এই প্রথম একটি নমুনায় করোনা পজেটিভ পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *