Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

যশোরের শার্শায় ছাত্রলীগের উদ্যোগে বিনামুল্যে সবজী বিতরণ

ইকরামুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় ছাত্রলীগের উদ্যোগে ১৫০টি অসহায় দিনমজুর ও শ্রমজীবী পরিবারের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করা হয়েছে। মহামারী করোনা ভাইরাস সংকট মোকাবেলায় সারাদেশের মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে সরকার। টানা ছুটিতে সারাদেশের মত শার্শা উপজেলার মানুষ ঘরবন্দি ও কর্মহীন হয়ে পড়েছেন। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও শ্রমজীবী মানুষ। ফলে কর্মহীন হয়ে পড়েছে দেশের জনগণ। দূর্যোগ মোকাবেলায় সরকারি সহায়তার পাশাপাশি ছাত্রলীগের নেতাকর্মীরাও যার যার অবস্থান থেকে সহায়তা করছে। করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে সকলকে সচেতন করতেও কাজ করছেন তারা। ছাত্রলীগ কর্মহীন ও অসহায় মানুষের সহায়তায় সবসময় পাশে থাকবে। এই সব মানুষের পাশে দাঁড়িয়েছেন শার্শা উপজেলার ছাত্রলীগের সভাপতি। সভাপতি আব্দুর রহিম সরদার সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সোহাগ, আলামিন রুবেল, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাজী মইনুজ্জামান রাজন, আরো রনি, শান্ত, শুভ, ইমরান। প্রচেষ্টায় শুক্রবার সকালে ছাত্রলীগের উদ্যোগে দিনমজুর ও শ্রমজীবী পরিবারের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করেন।

Exit mobile version