বরগুনা প্রতিনিধি : বরগুনায় একজন চিকিৎসক, তিনজন শিশু ও দুই জন নারীসহ নতুন করে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন আরও ৭ জন। নতুন করে আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় রয়েছেন তিনজন, আমতলীতে দুই জন, বামনায় এক জন এবং বেতাগীতে এক জন।
শনিবার (২৫ এপ্রিল) রাত ৯টায় বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে বরগুনায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩০ জন।
এর মধ্যে দু’জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দু’জন মৃত্যুবরণ করেছেন এবং বাকি ২৬ জন হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন।
বরগুনার সিভিল সার্জন হুমায়ুন শাহীন খান বলেন, শনিবার রাতে প্রাপ্ত ফলাফলে আরও সাত জন ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আক্রান্ত এই সাত জনের বাড়িসহ আশেপাশের বেশ কিছু বাড়িতে ইতোমধ্যেই সকল ধরনের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। সেই সাথে আক্রান্ত ব্যক্তিরা যাদের সংস্পর্শে এসেছেন তাদেরকেও স্বাস্থ্য বিভাগের মাধ্যমে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।