Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

অনুমোদনহীন টেস্টিং কিট ব্যবহার করা যাবে না : স্বাস্থ্য মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের পরীক্ষার ক্ষেত্রে সরকারের অনুমোদনহীন টেস্টিং কিটে পরীক্ষা করা যাবে না বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া সেল। শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মিডিয়া সেলের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানানো হয়।

স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) ও মিডিয়া সেলের আহবায়ক মো. হাবিবুর রহমান খান মিডিয়া সেলের মূল ফোকাল পয়েন্ট হিসেবে ব্রিফিং করেন।
বর্তমানে বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানের অনুমোদনহীন টেস্টিং কিটস রয়েছে উল্লেখ করে প্রশ্ন করা হলে মিডিয়া সেলের আহবায়ক জানান, অনুমোদনহীন কোনো কিটস গ্রহণযোগ্য হবে না সরকারের কাছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত পদ্ধতি অনুযায়ী ও সরকারিভাবে পরীক্ষা-নিরীক্ষা শেষে অনুমোদিত কিটসের মাধ্যমেই কেবল পরীক্ষা করা হচ্ছে। র‌্যাপিড কিটস নিয়েও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা রয়েছে এবং সে অনুযায়ী সরকার কাজ করছে।

Exit mobile version