
জামালপুর প্রতিনিধি : জামালপুরে ৪ চিকিৎসক ও পুলিশ কর্মকর্তাসহ ৮ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে ৪৪ জন। এদের মধ্যে ৬ জন চিকিৎসকসহ ১৮ জনই স্বাস্থ্যকর্মী।
শনিবার রাতে জামালপুর স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
জামালপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শফিকুজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় চার জন চিকিৎসক, একজন নার্স, একজন পুলিশ কর্মকর্তা ও দুইজন কনস্টেবলের নমুনায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত জেলায় ৪৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমিত ওই ৪৪ জনের মধ্যে ৬ জন চিকিৎসকসহ ১৮ জনই স্বাস্থ্য বিভাগের কর্মী। সংক্রমিত অন্যদের মধ্যে ইসলামপুরের দুই নারী মারা যাওয়ার পর তাদের নমুনা পরীক্ষায় করোনা সংক্রামণের বিষয়টি ধরা পড়ে।
এছাড়াও দেওয়াগঞ্জের আক্রান্ত এক ব্যকি গত সোমবার রাতে ময়মনসিংহ এসকে হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আর সংক্রমিতদের মধ্যে গত বুধবার এক নারীসহ ৪ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
নতুন করে আক্রান্তরা হলেন, জামালপুর জেনারেল হাসপাতালের একজন সহকারি সার্জন, শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরের একজন রেডিওলজিস্ট, সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের একজন চিকিৎসক, ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী মেডিকেল অফিসার, জামালপুর জেনারেল হাসপাতালের একজন নার্স, জেলা পুলিশের বিশেষ শাখার একজন এসআই, পুলিশ সুপার কার্যালয়ের দুই কনস্টেবল।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.