কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় ২৬ এপ্রিল ২০২০ নতুন করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সৈয়দা তাসমিনা তাবাস্সুমসহ চারজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ওই নারী চিকিৎসকের বয়স ২৮বছর। করোনায় আক্রান্ত অন্য তিনজন ব্যক্তির বাড়ী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়। এই নিয়ে জেলায় মোট দুইজন চিকিৎসকসহ ১১জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হলো। মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনা আক্রান্ত হওয়ায় হাসপাতালের এম্বুলেন্স ড্রাইভার হাবিবের হাসপাতালের বাসা লকডাউন করা হয়েছে। সার্বিক নিরাপত্তা বিবেচনায় বর্তমানে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাহারা দিয়ে রেখেছে। রবিবার সন্ধার পর কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ২৩ এপ্রিল কুষ্টিয়ার ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রাকিব-–আল- ইমরান করোনা ভাইরাসে আক্রান্ত হন। এছাড়াও জেলায় ঢাকা, নারায়ণগঞ্জ, সিদ্দিরগঞ্জ, গাজীরপুর, মাদারীপুর থেকে আগত ৩ হাজার ৫৩ জন মানুষকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
Posted in COVID-19
কুষ্টিয়ায় আবারো নতুন করে চিকিৎসকসহ চারজন করোনা আক্রান্ত
April 27, 2020