কুষ্টিয়া প্রতিনিধি : করোনাভাইরাসের কারণে অন্য সবার মতো দুশ্চিন্তায় কুষ্টিয়ার কৃষকরাও। শ্রমিকের অভাবে ফসলের পরিচর্যা কিংবা ঘরে তোলা কিছুই সম্ভব হচ্ছে না। অন্যদিকে কালবৈশাখী ঝড়ে ফসলের ক্ষতির আশঙ্কা তাদের। এমনকি সংকটকালীন সময় পরিবারের খরচ চালানোও তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। দুশ্চিন্তায় কুষ্টিয়ার সদর উপজেলার জোতপাড়া শিবপুর গ্রামের সাধারন কৃষকেরা। শ্রমিকের অভাবে বরো ধানের আগাছা ও পরিচর্যা করতে পারছেন না তারা। ক্ষেতে কাজ করার লোক না পেয়ে কষ্টের বরো ধান নিয়ে উৎকণ্ঠায় দিন পার করছে কুষ্টিয়ার কৃষকেরা। এবার কুষ্টিয়ায় বরো ধান আবাদ হয়েছে ৩৩ হাজার ২৭৫ হেক্টর জমিতে। জেলা কৃষি কর্মকর্তা বলছেন, সংকট মোকাবেলায় উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এবং বরো ধান কাটার আগ মূহর্তে ধান কাটা যন্ত্রপাতি দিয়ে কৃষকদের সহায়তা করা হবে।
Posted in সমগ্র জেলা
করোনা আতঙ্কে শ্রমিক সংকটে বিপাকে কুষ্টিয়ার কৃষকরা
April 27, 2020