Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

খুলনায় আরও তিনজনের করোনা শনাক্ত

খুলনা প্রতিনিধি : খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৫৪ জনের নমুনা পরীক্ষা করে তিনজনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। আজ রবিবার তাদের নমুনা পরীক্ষা করা হয়।

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, আক্রান্তদের মধ্যে একজন নগরীর নিরালা এলাকার বাসিন্দা পুলিশ কনস্টেবল। তিনি এক সপ্তাহ আগে ঢাকার রাজারবাগ থেকে খুলনায় আসেন। এরপর অসুস্থ হয়ে পড়লে শনিবার তার নমুনা সংগ্রহ করা হয়। তিনি বর্তমানে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
আক্রান্ত অপর দুইজনের বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায়। তারা সম্পর্কে মা-মেয়ে। মেয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নার্স। কিছুদিন আগে ঢাকা থেকে তারা বাড়ি আসে। ওই বাড়ির লকডাউন করা হয়েছিল। ওই বাড়ি থেকে চারজনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে দু’জনার করোনা পজিটিভ। এ নিয়ে খুলনার ল্যাবে মোট ১৪ জনের করোনা পজেটিভ শনাক্ত হলো।

Exit mobile version