মাগুরা প্রতিনিধি : মাগুরায় আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। রবিবার শ্রীপুর উপজেলার বাখেরা গ্রামে ২৫ বছর বয়সী রোগী শনাক্ত হয়। তিনি নরসিংদী জেলায় গার্মেন্টস শ্রমিক হিসেবে কর্মরত। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩ জনে।
মাগুরার সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা জানান, করোনায় আক্রান্ত ২৫ বছর বয়সী ওই যুবক গত ২০ এপ্রিল নরসিংদী থেকে শ্রীপুর উপজেলার বাখেরা গ্রামে নিজ বাড়িতে আসেন। স্বাস্থ্য বিভাগ তাকে হোম কোয়ারেন্টাইনে রেখে শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঠায়। রবিবার পাওয়া ফলাফলে ওই যুবকের শরীরে করোনা শনাক্ত হয়।
এর আগে, মাগুরা সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রামে গত ২২ এপ্রিল ঢাকার আশুলিয়া থেকে আসা ৩০ বছর বয়সী এক গার্মেন্টস কর্মীর প্রথম করোনা শনাক্ত হয়। এছাড়া গত ২৩ এপ্রিল জেলার শ্রীপুর উপজেলার জোত শ্রীপুর গ্রামে আরও এক গার্মেন্টস শ্রমিক করোনা আক্রান্ত হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত ব্যক্তিদের এলাকা লকডাউন করা হয়েছে।