ন্যাশনাল ডেস্ক : শান্তিতে নোবেল জয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা লিমিটেড ১২টি জেলার বৃদ্ধ মহিলা ও পুরুষ, গৃহপরিচারিকা, ভিক্ষুক, প্রতিবন্ধী, অসুস্থ-যারা অন্য কোনো উৎস থেকে সাহায্য পাননি এমন ৩০০ পরিবারের ১৫০০ জন সদস্যকে খাদ্য সহায়তা প্রদান করেছে।
সোমবার রাজধানীর ইউনুস সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিমধ্যে ২৫০টি পরিবারকে প্রথম দফায় চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, লবন, সাবান, মাস্ক ইত্যাদি নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ নগদ অর্থ প্রদান করা হয়েছে। গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা লিমিটেড বাকি ৫০ টি পরিবারসহ ৩০০টি পরিবারকে তিন মাসব্যাপী এই খাদ্য সহায়তা প্রদান করবে। ১২টি জেলায় কর্মরত গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা লিমিটেডের কর্মীরা করোনা মোকাবেলায় নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে এসকল দুঃস্থ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান কর্মসূচি পরিচালনা করছে।
উল্লেখ্য, গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা লিমিটেড একটি সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান যেটি দেশব্যাপী ১২ টি জেলার ৫০ টি উপজেলায় নবীণ উদ্যোক্তা কর্মসূচি পরিচালনা করে থাকে।