অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে ভীত হয়ে বাড়িতে রাখা স্যানিটাইজার ঢকঢক করে খেয়ে নিলেন। তা-ও আবার এক বোতল নয়, পুরো দু-বোতল! খাওয়ার কিছুক্ষণের মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন বছর ২৯-এর এক ব্যক্তি। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে, সেখানে তার মৃত্যু হয়। সোমবার ঘটনাটি ঘটেছে ভারতের কর্নাটকের ধারবাদ জেলায়।
এর আগে বেঙ্গালুরুতে করোনা আক্রান্ত মধ্যবয়সি এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ হাসপাতালের ছ-তলা থেকে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন। সিনিয়র এক পুলিশ কর্মকর্তা জানান, মধ্যবয়সি ওই ব্যক্তি শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন। এদিন সকালে ট্রমা ওয়ার্ড থেকে ঝাঁপ দেন।
চিকিৎসকরা জানান, করোনা আক্রান্ত ওই ব্যক্তির কিডনির সমস্যাও ছিল। বেঙ্গালুরু শহরের দক্ষিণ ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনার জানান, এই ঘটনার তদন্ত চলছে। গণমাধ্যম বলছে, সোমবার সকাল পর্যন্ত কর্নাটকে করোনা আক্রান্ত বেড়ে ৫১০ হয়েছে। তার মধ্যে সুস্থ হয়ে ওঠায় ১৮৮ জনকে ছেড়েও দেওয়া হয়েছে। মৃত্যু হয়েছে ১৯ জনের।