করোনাভাইরাস : বিশ্বব্যাপী আক্রান্ত ৩০ লাখ ছাড়াল

অনলাইন ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন প্রায় ৩০ লাখ মানুষ। জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, প্রতিবেদন লেখা পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে। সেইসঙ্গে এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৭ হাজার জনের বেশি। সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ৮২ হাজার ৪৮২ জন।

করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার হিসাবে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত ৯ লাখ ৮৭ হাজার ৩২২ জন। মৃত্যু হয়েছে ৫৫ হাজার ৪১৫ জনের।
করোনায় বিপর্যস্ত স্পেনে শনাক্ত হয়েছেন ২ লাখ ২৬ হাজার ২৯ জন। মৃত্যু হয়েছে ২৩ হাজার ১৯০ জনের। মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে থাকা ইতালিতে আক্রান্ত ১ লাখ ৯৭ হাজার ৬৭ জন। মারা গেছে ২৬ হাজার ৬৪৪ জন।

এছাড়া ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ৬২ হাজার, মৃত্যু হয়েছে ২২ হাজার ৮ জনের। জার্মানিতে আক্রান্ত ১ লাখ ৫৭ হাজার, মৃত্যু প্রায় ৬ হাজার। তবে দেশটি জানিয়েছে তারা করোনা নিয়ন্ত্রণে এনেছে।

করোনায় বিপর্যস্ত আরেক দেশ যুক্তরাজ্যে আক্রান্ত দেড় লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ২০ হাজার ৭৩২ জনের। তুরস্কে আক্রান্ত ১ লাখ ১০ হাজার, মৃত্যু হয়েছে ২ হাজার ৮০৫ জনের।

এদিকে ইরানও জানিয়েছে তাদের দেশে করোনার প্রকোপ কমেছে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত ৯০ হাজারের বেশি। মারা গেছে ৫ হাজার ৭১০ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম এই করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর একে একে এখন পর্যন্ত ১৮০ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *