
অনলাইন ডেস্ক: এর আগে উড়াল সেতুর বাতি ও মহাসড়কের খুঁটি নিয়ে ফেসবুক লাইভ করেছিলেন ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন। তার এই ভিডিওগুলো ছিল সিটি করপোরেশন ও সড়ক ব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ। যার ফলে মগবাজার-মালিবাগ ফ্লাইওভারের অন্ধকার কেটে আলোর মুখ দেখে। এমনকি ঢাকা-নরসিংদি হাইওয়ের মাঝে স্থাপিত বৈদ্যুতিক খুঁটিও সরে যায় সড়কের পাশে।
এবার গন্ধযুক্ত ডাস্টবিনে নেমে বাচ্চাদের বাঁচানোর আহ্বান জানালেন ব্যারিস্টার সুমন। আজ রোববার বিকেলে ফেসবুক লাইভে এসে তিনি বলেন, ‘আমি যেখানে দাঁড়াইয়া আছি সেইটা একটা ময়লার ডাস্টবিন। এইটা ডাস্টবিন থাকতেই পারে। কিন্তু আমি এ কারণে লাইভে আসলাম এইটা একটা প্রাইমারি স্কুলের সামনে। একদম মেইন গেইটের সামনে। ১৫০০ বাচ্চা যে স্কুলে পড়াশোনা করে, তাদের গেইটে ডাস্টবিনটা আছে। জজকোর্ট থেকে হাইকোর্ট যাওয়ার পথে গুলিস্তানে সৈয়দ নজরুল ইসলাম সড়কের সামনে নেই ডাস্টবিনটা পাবেন।’
এ সময় তিনি ডাস্টবিনটি ওই স্কুলের সামনে থেকে অপসারণ করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।