মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে প্রথমবারের মতো করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সাদিয়া সুলতানা।
তিনি জানান, প্রথমবারের মতো গাংনী উপজেলার কাজিপুর গ্রামে এক ব্যক্তির (২৫) শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। করোনা আক্রান্ত ব্যক্তি সম্প্রতি ফরিদপুর জেলা থেকে তার নিজ বাড়ি কাজিপুরে এসে অবস্থান করছিল। তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হলে পরীক্ষা-নিরীক্ষার পর করোনা সংক্রামণে সংক্রামিত হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়। আক্রান্ত ব্যক্তিকে তার নিজ বাড়িতে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া করোনা সংক্রমণে সংক্রামিত ব্যক্তির পরিবারের আরও তিনজন সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
তিনি আরও জানান, ৩১ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত ২০০ জন ব্যক্তির নমুনা সংগ্রহ পূর্বক পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে ১৮৫ জনের পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। যার মধ্যে একটি করোনা পজেটিভ।
তবে গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান জানান, এ ধরনের কোনো তথ্য তার জানা নেই।