Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

লালমনিরহাটে আরও এক করোনা রোগী শনাক্ত, বাড়ি ‘লকডাউন’

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নারায়ণগঞ্জ থেকে আসা আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় লামনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় করোনা পজিটিভ রোগী শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

১৮ বছর বয়সী ওই যুবকের বাড়ি উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের পূর্ব দৈলজোড় গ্রামে। উপজেলা প্রশাসন শুধুমাত্র আক্রান্ত ব্যক্তির বাড়িটি লকডাউন ঘোষণা করেছে। এ নিয়ে জেলায় ৩ জন করোনা পজিটিভ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
লালমনিরহাট সিভিল সার্জন আরও জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মঙ্গলবার ১৪ জন রোগীর মধ্যে জেলায় একজনের করোনা পজেটিভ হওয়ার রিপোর্ট হাতে এসেছে। আক্রান্ত ওই যুবক নারায়ণগঞ্জ থেকে সম্প্রতি বাড়িতে এলে তার জ্বর, সর্দিসহ করোনার যাবতীয় উপসর্গ দেখা দিলে গত ২৩ এপ্রিল তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য বিভাগ।

আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসার জন্য লালমনিরহাটে সদর হাসপাতালের আইসোলেশনে নেয়া হবে। এছাড়া সতর্কতামূলক আক্রান্ত ব্যক্তির বাড়িটি লকডাউনের আওতায় আনা হয়েছে।

Exit mobile version