Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ফরিদপুরে আরও ৪ জন করোনায় আক্রান্ত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় প্রথমবারের মতো করোনা রোগী শনাক্ত হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষায় তিন জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। জানা গেছে, সোমবার সকালে জ্বর, মাথা ব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে আলগী ইউনিয়ন থেকে একজন এবং পৌরসভার হোগলাডাঙ্গী এলাকা থেকে দুইজন উপজেলা হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।

এসময় হাসপাতালের চিকিৎসকেরা তাদের শরীরের উপসর্গ দেখে সন্দেহ হলে তিনজনের সম্মতিতে তিনজনের নমুনা সংগ্রহ করে ফরিদপুর মেডিকেল কলেজ ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার পরীক্ষার পর তিনজনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। ফলে ভাঙ্গায় প্রথমবারের মতো করোনায় আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেলো।
ফরিদপুর মেডিকেল কলেজ ল্যাবে মঙ্গলবার মোট ৭৯ জনের পরীক্ষা করা হয়। এরমধ্যে ৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। বাকি ৭০ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। আর তিনজনের রিপোর্ট পাওয়া যায়নি।

যে ৬ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে তাদের মধ্যে তিনজন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার, ১ জন ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে (যিনি ঢাকা থেকে সোমবার বাড়ীতে এসেছেন) এবং বাকি দুইজনের বাড়ী গোপালঞ্জ জেলার।

Exit mobile version