Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

নওগাঁয় দ্বিতীয় করোনা রোগী শনাক্ত

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহারে একজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। আক্রান্ত (৪০) ব্যক্তির বাড়ি সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের কামাসপুর গ্রামে। যার ফলে ঢাকা ফেরত ওই পল্লী চিকিৎসক নওগাঁর সাপাহারে দ্বিতীয় ব্যক্তি হিসেবে করোনা আক্রান্ত হলেন।

সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল ঢাকা থেকে ওই ব্যক্তি নিজ বাসায় আসে। ওই রাতেই তার হোম কোয়ারাইন্টাইন নিশ্চিত করা হয়। পরদিন গত ২৬ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১০টায় তার রিপোর্ট পজেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: মুহা: রুহুল আমিন।

তিনি জানান, গত ২৬ এপ্রিল ৪ ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে গোয়ালা কামাসপুর গ্রামের ওই ব্যক্তির রিপোর্টটি করোনা পজেটিভ আসে। বাকি ৩ জনের রিপোর্ট এখনও হাতে পাইনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ওই বাড়িসহ আসপাশের কয়েটি বাড়ি লকডাউন করে আসবো এবং তার সাথে ওই এলাকার মানুষকে সচেতনতা বৃদ্ধি করবো।

উল্লেখ্য, এর আগে গত ২৩ এপ্রিল নওগাঁর রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স প্রথম করোনা শনাক্ত হয়।

Exit mobile version