Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

সুনামগঞ্জে আরও ১১ করোনা রোগী শনাক্ত

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলায় স্বাস্থ্য বিভাগের চারজন কর্মীসহ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১১ জন। সোমবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে সিলেট বিভাগের ১৮০ জনের করোনা পরীক্ষা করা হলে তার মধ্যে ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। এর মধ্যে সুনামগঞ্জ জেলায় ১১ জন ও বাকি ২ জন সিলেটের।

মঙ্গলবার সকালে সুনামগঞ্জের সিভিল সর্জন ডা. শামস উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্ত ১১ জনের মধ্যে বিশ্বম্ভরপুরের ৪ জন, দোয়ারবাজার উপজেলার ৩ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২ জন, সুনামগঞ্জ সদর উপজেলায় ১ জন ও জগন্নাথপুর উপজেলায় ১ জন রয়েছেন।
তিনি আরও জনান, বিশ্বম্ভরপুর উপজেলায় আক্রান্ত ৪ জনের মধ্যে তিন জন উপজেলা স্বাস্থ্য বিভাগে ও একজন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন।

আক্রান্তদের সুনামগঞ্জ সদর হাসপাতালের করোনা চিকিৎসা ইউনিটে নিয়ে আসা হচ্ছে বলে জানান তিনি।

উল্লেখ্য, ঢাকা থেকে পালিয়ে আসা এক রোগীসহ সুনামগঞ্জে মোট করোনা রোগীর সংখ্যা ২৭ জন। এর মধ্যে দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

Exit mobile version