ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় আরও দুই চিকিৎসকের করোনা পজিটিভ এসেছে। মঙ্গলবার সকালে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়ে বাড়ি দু’টি লকডাউন করা হয়েছে। এ নিয়ে ভেড়ামারা উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ জনে। এর আগে একজন মেডিক্যাল অফিসারের করোনা পজিটিভ এসেছে।
ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নতুন আক্রান্ত দুইজনই হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ছিলেন। ২৬ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল।
এর আগে গত ২৩ এপ্রিল ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরেক চিকিৎসকের করোনা পজেটিভ হলে হাসপাতালের ৪ চিকিৎসকসহ ১৫ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। লকডাউন করা হয় শহরের ২টি ডায়াগনস্টিক সেন্টার।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ জানিয়েছেন, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র দু’জন সহকারী মেডিক্যাল অফিসার’র করোনা পজিটিভ। তাদেরকে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করে বাড়ি ২টি লকডাউন করা হয়েছে।
তিনি আরও জানান, তাঁর সংস্পর্শে আসা চিকিৎসক, স্টাফ এবং রোগীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।