Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

রংপুরে দুই চিকিৎসকসহ আরও ৬ জনের করোনা শনাক্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজে গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এতে দুই জেলায় করোনা শনাক্ত হয়েছে ছয়জনের। আক্রান্তদের মধ্যে রয়েছেন রংপুর মেডিকেলের দুই চিকিৎসক, একজন নার্স ও একজন রোগী এবং দিনাজপুরের নবাবগঞ্জ ও ঘোড়াঘাটে একজন করে। রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরুন্নবী লাইজু বিষয়টি নিশ্চিত করেছেন।

রংপুর মেডিকেল কলেজে করোনা শনাক্তে পিসিআর মেশিন স্থাপন করা হয় গত ২ এপ্রিল। এরপর থেকে ২৯ এপ্রিল বুধবার পর্যন্ত দুই হাজার ৮২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখানে এখন পর্যন্ত ১১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) মাধ্যমে রংপুর বিভাগে আরও ছয়জনের করোনা শনাক্ত করা হয়। এছাড়া দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গলবার করোনা শনাক্ত হয় চারজনের। এ নিয়ে রংপুর বিভাগের আটজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২০ জনে।
আক্রান্তদের মধ্যে রংপুরে ৩৪, গাইবান্ধায় ১৭, দিনাজপুরে ২১, নীলফামারীতে ১২, ঠাকুরগাঁওয়ে ১৭, কুড়িগ্রামে ১০, লালমনিরহাটে তিন এবং পঞ্চগড়জেলার ছয়জন রয়েছেন।

Exit mobile version