অনলাইন ডেস্ক : দেশে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত রাজধানীতে। আইইডিসিআর’র তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার পর্যন্ত শুধু ঢাকা মহানগরীতেই আক্রান্ত ৩ হাজার ৭ জন।
এরমধ্যে পুরান ঢাকা, মিরপুর ও মোহাম্মদপুরে সংক্রমণ বেশি। পুরান ঢাকার লালবাগে ৬৭, ওয়ারিতে ৩৭, গেন্ডারিয়ায় ৩২ ও শাঁখারিবাজারে ২৮ জন রোগী শনাক্ত হয়েছেন। বংশালে ৪৯, চকবাজার ৩২ ও চানখারপুলে ২৭ জন ছাড়াও ধোলাইখাল, দয়াগঞ্জসহ পুরান ঢাকার বেশিরভাগ জায়গাতেই করোনা রোগী শনাক্ত।
মিরপুরের টোলারবাগে ১৯, মিরপুর-১১ তে-২৮, ১৪-তে-৩৭ ও মিরপুর-১ এ ২৯ জনের করোনাভাইরাস শনাক্ত। এছাড়া, রাজারবাগে-১১৯, যাত্রাবাড়ীতে-৭০, মোহাম্মদপুরে-৬১, মহাখালী-৫৪, মুগদা-৪৩, তেজগাঁওয়ে-৪৪, বাসাবো-২৮, গুলশানে-২৪, উত্তরায়-৪৬ ও ধানমন্ডিতে-৩৭ জন শনাক্তের কথা জানিয়েছে আইইডিসিআর। এছাড়াও করোনা সতর্কতায় অনেক এলাকা ও ভবন লকডাউন করা হয়েছে।