Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

আগামী দুই-তিনদিনের মধ্যে সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড় আম্ফান

অনলাইন ডেস্ক : বাংলাদেশের আবহাওয়া অধিদফতর বলছে, আগামী দু-তিনদিনের মধ্যে সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড় আম্ফান। আর বাংলাদেশে এর প্রভাব পড়ার সম্ভাবনাও আপাতত কম।

বৃহস্পতিবার আবহাওয়াবিদ মো. শাহিনুর ইসলাম গণমাধ্যমকে জানান, আম্ফান এখনও সৃষ্টি হয়নি। এটা সৃষ্টি হতে আরও দু-তিনদিন সময় লাগতে পারে। এর প্রভাব বাংলাদেশে পড়ার সম্ভাবনা আপাতত কম। তবে এখনও সুনির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না। দু-তিনদিন পর বিস্তারিত বলা যাবে।
বেশকিছু দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। শাহিনুর ইসলাম বলেন, বর্তমান যে বৃষ্টির প্রবণতা কমে তা আসতে পারে, তবে পুরোপুরি থামবে না। পরিমাণ একটু কমে আসতে পারে।

Exit mobile version